NewsPolitics

ভাঙ্গড়ে পুলিশ-জমি কমিটির মধ্যে তীব্র উত্তেজনা,পথ অবরোধ,ধস্তাধস্তি নেতাদের আটক

ইয়ামউদ্দিন সাহাজি,মানুষের মতামত: তিলোত্তমা দাসের চিকিৎসায় গাফিলতির প্রতিবাদে স্বাস্থ্য ভবন অভিযানে যাওয়ার পথে পুলিশি বাধার মুখে পড়ল ভাঙ্গড় পাওয়ার গ্রিড আন্দোলন বিরোধী জমি জীবিকা বাস্তুতন্ত্র রক্ষা কমিটি। আজ সকালে শ্যামনগর মোড়ে জমি কমিটির নেতা-কর্মীদের আটকায় বিশাল পুলিশ বাহিনী। এর পরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

আটকের প্রতিবাদে পদ্মপুকুর ও শ্যামনগর মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন আন্দোলনকারীরা। পুলিশ অবরোধ তুলতে গেলে দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে পুলিশ জমি কমিটির অন্যতম নেতা মির্জা হাসানসহ একাধিক কর্মীকে গ্রেপ্তার করে। তাদের আটকের খবরে আরও ক্ষোভ ছড়িয়ে পড়ে, এলাকাজুড়ে উত্তেজনা চরমে পৌঁছেছে।

জমি কমিটির দাবি, এই পুলিশি বাধা গণতান্ত্রিক অধিকারের উপর সরাসরি হস্তক্ষেপ। তাঁদের শান্তিপূর্ণ আন্দোলনকে দমন করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্যদিকে, পুলিশের দাবি, আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে তারা এই ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে।

ঘটনার পর থেকে ভাঙ্গড় ও সংলগ্ন এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। আন্দোলনকারীরা অবিলম্বে আটক নেতা-কর্মীদের মুক্তির দাবি জানিয়েছে এবং আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে জমি কমিটির পরবর্তী পদক্ষেপ কী হবে, পুলিশের অবস্থান কী থাকবে—তা এখন দেখার বিষয়।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *