তরাই ডুয়ার্স আদিবাসী ডেভলপমেন্ট বোর্ডের দাবিতে সরব হল অখিল ভারতীয় আদিবাসী বিকাষ পরিষদ
সানি রায়,মানুষের মতামত:মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ার সফরের পূর্বে তরাই ও ডুয়ার্সে আদিবাসীদের জন্য পৃথক তরাই ডুয়ার্স আদিবাসী ডেভলপমেন্ট বোর্ডের দাবিতে সরব হল অখিল ভারতীয় আদিবাসী বিকাষ পরিষদ।
রবিবার আলিপুরদুয়ার জেলার হাসিমারাতে অখিল ভারতীয় আদিবাসী বিকাষ পরিষদের জেলা কমিটির এক সভা আয়োজিত হয়। এই সভা শেষে সংগঠনের জেলা সভাপতি রাজু বারা জানান আদিবাসী ডেভলপমেন্ট বোর্ড থেকে তরাই ও ডুয়ার্সে বিশেষ উন্নয়ন হচ্ছেনা। তরাই ও ডুয়ার্সের আদিবাসীরা বঞ্চিত তাই আমরা দাবি করছি তরাই ও ডুয়ার্সের জন্য পৃথক ডেভলোপমেণ্ট বোর্ড দেওয়া হক।
আগামী ২১ জানুয়ারি আলিপুরদুয়ারে তিন দিনের সফরে আসছে মুখ্যমন্ত্রী। তার পূর্বে পৃথক ডেভেলপমেন্ট বোর্ডের দাবিতে সরব আদিবাসী সমাজ।
এদিন রাজু বারা আরো জানান তারা মুখ্যমন্ত্রী সাথে দেখা করার চেষ্টা করবে এবং পৃথক ডেভেলপমেন্ট বোর্ডের দাবি জানাবে।