খাসির মাংস বলে সারমেয়র মাংস বিক্রি! পুলিশের হাতে আটক ব্যক্তি
সানী রায়,মানুষের মতামত:
পান বাড়ি এলাকার প্রতারণার এমনই এক ঘটনা প্রকাশ্যে। ঘটনায় ধৃত ১। এদিন ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ির পান বাড়ি বাজারে। জানা গিয়েছে, এই এলাকায় এদিন ছিল হাটবার। সেখানে এক ব্যক্তি সারমেয় কেটে তার ছাল পাশে রেখে খাসির মাংস বলেই বিক্রি করতে শুরু করে।কিছু সময়ের মধ্যেই বাজারের বেশ কয়েক জনের বিষয়টি সন্দেহজনক লাগে। জানানো হয় ব্যবসায়ী সমিতিকে। এররপরই স্থানীয় ব্যবসায়ীরা এই ব্যক্তিকে শনাক্ত করতে পারে।অন্যদিকে খবর দেওয়া হয় ময়নাগুড়ি থানায়।পুলিশ এসে আটক করে কুকুর বিক্রি করতে আসা দীপ রায়কে। জানা যায়,অভিযুক্তের বাড়ি রামশাইয়ের হাতিপোতা এলাকায়।এলাকার ব্যবসায়ীরা বলেন,অভিযুক্ত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন, দীর্ঘদিন থেকে এই কুকুরটিকে ছোটো থেকে বড় করেছে এই ব্যক্তিই। এদিন হটাৎ নিজের কুকুরকেই নিজে মেরে মাংস বিক্রি করতে এসেছে বাজারে।