ভিন দেশে কাজ করতে গিয়ে মৃত্যু অরূপ বসাকের, কফিন বন্দি হয়ে ফিরলেন বাড়ি
অর্ধেন্দু মালাকার,মানুষের মতামত:নদীয়ার বাদকুল্লার বাসিন্দা, বছর ৩৭-এর অরূপ বসাক কর্মসূত্রে ছিলেন দক্ষিণ আফ্রিকায়। গত ৩১শে ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। দক্ষিণ আফ্রিকা থেকে তাঁর দেহ ভারতে ফিরিয়ে আনতে সময় লাগে প্রায় ১২ দিন। আজ তাঁর কফিনবন্দি দেহ এসে পৌঁছায় নিজের বাড়ি।
অরূপের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাঁর পরিবার ও এলাকাজুড়ে। বাবার নাম করুণ বসাক এবং মায়ের নাম অনিতা বসাক। পরিবারে তাঁর স্ত্রী দীপ্তি বসাক এবং ছোট্ট এক সন্তান রয়েছে। পরিবারের একমাত্র রোজগেরে ব্যক্তি ছিলেন অরূপ। তাঁর বাবার একটি ছোট চায়ের দোকান থাকলেও তা দিয়ে সংসার চালানো কঠিন।
৩১শে ডিসেম্বর সকালে মায়ের সঙ্গে শেষবার ফোনে কথা বলেন অরূপ। তিনি জানান, শরীরটা ভালো লাগছে না। মা তাঁকে ডাক্তার দেখাতে বলেন। এরপর হঠাৎই অসুস্থ হয়ে পড়েন অরূপ এবং কিছুক্ষণের মধ্যেই হার্ট অ্যাটাক করে মারা যান।
অরূপের অকাল প্রয়াণে স্তম্ভিত পরিবার এবং এলাকাবাসী। তাঁর স্ত্রী এবং সন্তান কীভাবে ভবিষ্যৎ দিনগুলি কাটাবে, তা নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছে পরিবার। এলাকায় সাধারণ মানুষও শোকাহত। তাঁরা বলছেন, অরূপের মতো ছেলে আর একটি পাওয়া যাবে না।
সরকারি সহায়তার আবেদন জানাচ্ছে পরিবার, যাতে এই সংকটের দিনে তাদের পাশে দাঁড়ানো যায়।