নবদ্বীপে উদ্ধার আগ্নেয়াস্ত্র তৈরির সামগ্রী,গ্রেফতার এক
স্নেহাশীষ মুখার্জি,মানুষের মতামত: নবদ্বীপে উদ্ধার আগ্নেয়াস্ত্র তৈরির সামগ্রী!বড়ো কোনো ছক ছিল নাকি শুধুই এখান থেকে আগ্নেয়াস্ত্র তৈরি করে রাজ্যের বিভিন্ন জেলায় সাপ্লাই দেওয়া হতো ? নবদ্বীপের মহিষুরা পঞ্চায়েতের মাঝের চর এলাকায় একটি বাড়ি থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র তৈরির সামগ্রী ।গ্রেফতার করা হয়েছে সান্জু শেখ নামে এক ব্যাক্তিকে।কৃষ্ণনগর জেলা পুলিশের তরফ থেকে সাংবাদিক বৈঠক করে জানানো হয় গোপন সুত্রে খবর পেয়ে এই আগ্নেয়াস্ত্র তৈরির সামগ্রী উদ্ধার করা হয় বাড়ি থেকে। যা দিয়ে দেশী কাট্ঠা বা দেশী পিস্তল তৈরি করা যায় । কেও তার বাড়িতে নিশ্চয় এই সকল যন্ত্র রাজমিস্ত্রির কাজের জন্য রাখেননি ? প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এই যন্ত্র দিয়ে বিভিন্ন সময় দেশী আগ্নেয়াস্ত্র তৈরি করা হয়েছে । যা হয়তো পৌছে গেছে রাজ্যের বিভিন্ন জায়গায় । হয়তো কারো জীবন হানীও হয়েছে এই বাড়িতে তৈরি হওয়া দেশী আগ্নেয়াস্ত্র দিয়ে । তবে এতদিন কেন খোঁজ মেলেনি এই অস্ত্র তৈরির কারখানার?ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে! বিজেপির অভিযোগ রাজ্যের বিভিন্ন জায়গায় জঙ্গি প্রশিক্ষন দেওয়া হচ্ছে ,যার কিছুই জানেনা রাজ্যের পুলিশ-প্রশাসন থেকে আইবি,স্থানীয় পঞ্চায়েত। কয়েকদিন আগেই এই নবদ্বীপের মায়াপুরে মিলেছিলো জঙ্গীর খোজ । এরপর আজ নবদ্বীপে এই রকম আগ্নেয়াস্ত্র তৈরির সামগ্রী রাতের ঘুম কেরেছে সকলের। কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার উত্তম ঘোষ জানান এই ব্যাক্তির নামে এর আগেও বিভিন্ন থানায় অভিযোগ ছিল, ।আজ তাকে গ্রেফতার করা হয়।এই সমগ্র ঘটনায় প্রশ্ন উঠছে কতটা সুরক্ষিত এই বাংলা?যেখানে একের পর এক জঙ্গী এবং অস্ত্র কারখানার হদিশ মিলছে ?