আরাবুলকে বহিষ্কার,ভাঙ্গরের রাজনৈতিক সমীকরণে নতুন মোড়?
ইয়াম উদ্দিন সাহাজি,মানুষের মতামত:দলবিরোধী কার্যকলাপের অভিযোগে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়েছে ভাঙ্গরের প্রভাবশালী নেতা এবং পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলামকে। শুক্রবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই ঘোষণা করা হয়।
দীর্ঘদিন ধরে ভাঙ্গরে তৃণমূল কংগ্রেসের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব চলছিল। এই দ্বন্দ্বের ফলে এলাকায় বারবার অশান্তি দেখা দিয়েছে। বৃহস্পতিবার ভাঙ্গড় দুই বিডিও অফিসে শওকত মোল্লা ঘনিষ্ঠ নেতা-কর্মীদের সঙ্গে আরাবুল ইসলাম ঘনিষ্ঠদের সংঘর্ষ চরম আকার ধারণ করে। নতুন বছরের শুরুতেও ওয়াইরি এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। দলের শৃঙ্খলা ভঙ্গ এবং বিরোধী কার্যকলাপের অভিযোগে আরাবুল ইসলামের বিরুদ্ধে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে তৃণমূল কংগ্রেস।
আরাবুলের বহিষ্কারের খবরে শওকত মোল্লার ঘনিষ্ঠ নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। হাতিশালা এলাকায় তারা মিষ্টিমুখ এবং বাজি ফাটিয়ে এই সিদ্ধান্ত উদযাপন করেছেন।
পাশাপাশি, পাকাপোল4 এলাকায় তৃণমূল নেতা খয়রুল ইসলামের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলে অংশগ্রহণকারীরা মিষ্টি বিতরণ করেন এবং আনন্দ উদযাপন করেন। খয়রুল ইসলাম বলেন, “দল সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।”
আরাবুল ইসলামকে বহিষ্কারের এই সিদ্ধান্ত ভাঙ্গরের রাজনৈতিক সমীকরণে নতুন মোড় আনতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।