NewsPolitics

করিমপুরে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা দিবস পালনে ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান

অর্ধেন্দু মালাকার,মানুষের মতামত:প্রত্যেক বছরের মতো এবছরও করিমপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতিষ্ঠাতা দিবস জাঁকজমকপূর্ণ ভাবে উদযাপিত হলো। নদীয়ার করিমপুরের লালন মঞ্চে আয়োজিত এই অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের দলীয় নেতা-কর্মীদের ভিড় উপচে পড়ে। আনুমানিক সকাল ১১টা নাগাদ শুরু হওয়া এই অনুষ্ঠানটি দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্বোধন করেন তৃণমূল নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাংসদ মহুয়া মৈত্র, করিমপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অশীষ চ্যাটার্জি, ব্লকের যুব সভাপতি সৌমিক সরকার সহ এলাকার সমস্ত প্রধান, পঞ্চায়েত সদস্য এবং তৃণমূল কংগ্রেসের কর্মীরা। প্রবীণ কর্মীদের সংবর্ধনা জানিয়ে এবং নবীন কর্মীদের বরণ করে নেওয়ার মাধ্যমে দলীয় ঐক্যের বার্তা দেওয়া হয়।

এই অনুষ্ঠানের মূল বক্তব্য ছিল তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের উন্নয়নের কর্মযজ্ঞে সকলকে শামিল হতে হবে। বক্তারা একযোগে বলেন, “সাম্প্রদায়িক বিজেপির বিভাজনের রাজনীতির বিরুদ্ধে আমাদের একসঙ্গে লড়াই চালিয়ে যেতে হবে।”

মহুয়া মৈত্র তার বক্তব্যে তুলে ধরেন, “তৃণমূল কংগ্রেসের লক্ষ্য সবসময় মানুষের পাশে থাকা। দিদির উন্নয়ন মডেল সারা দেশকে পথ দেখাচ্ছে। আমরা যে রাজনীতি করি, তা সাধারণ মানুষের জন্য। তাই বিজেপির সাম্প্রদায়িক নীতির বিরুদ্ধে আমাদের লড়াই আরও তীব্র হবে।”

অনুষ্ঠানে ব্লক সভাপতি অশীষ চ্যাটার্জি বলেন, “আমাদের একমাত্র লক্ষ্য, মানুষের সেবা করা এবং দিদির স্বপ্নপূরণে কাজ করে যাওয়া। বিজেপি যে বিভাজনের রাজনীতি করছে, তা বাংলায় সফল হবে না।”

বক্তৃতার ফাঁকে ফাঁকে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনাও ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। সবশেষে সকল কর্মীকে আগামী নির্বাচনে দলকে আরও শক্তিশালী করতে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

করিমপুরের তৃণমূল কংগ্রেসের এই প্রতিষ্ঠাতা দিবস শুধু একটি অনুষ্ঠান নয়, বরং এটি দলীয় ঐক্যের প্রতীক এবং রাজ্যের উন্নয়নের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করার দিন হয়ে উঠল।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *