NewsPublic Interest News

মা উড়ালপুলে ২৪ ঘণ্টাই বাইক চলবে

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেই মা উড়ালপুলে ২৪ ঘণ্টা বাইক চলাচলের ক্ষেত্রে ছাড়পত্র দিয়ে দিয়েছে কলকাতা পুলিশ । এতদিন সন্ধ্যের পর মা ফ্লাইওভার দিয়ে বাইক চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করায় এবার পুরনো অবস্থান বদল কলকাতা পুলিশের ট্র্যাফিক বিভাগের। তবে এক্ষেত্রেও বেশ কিছু নিয়ম মানতে হবে বাইক আরোহীদের।

নিরাপত্তার স্বার্থেই সর্বোপরি পথ দুর্ঘটনা এড়াতে সন্ধ্যের পর মা উড়ালপুল দিয়ে বাইক চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছিল কলকাতা পুলিশের ট্র্যাফিক বিভাগ। তবে বিভিন্ন কাজে বাইক নিয়ে ওই পথে যাতায়াত করতেই হয়। ডেলিভারি বয় থেকে শুরু করে অফিস ফেরত যাত্রীদের অনেকেই বাইক নিয়ে চলাফেরা করেন। আর তাই মা উড়ালপুল দিয়ে সন্ধ্যের পর বাইক নিয়ে যাতায়াতে নিষেধাজ্ঞা থাকায় যারপরনাই সমস্যায় পড়তে হয়েছিল বাইক আরোহীদের।

বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কানেও যায়। সম্প্রতি নবান্নে প্রশাসনিক বৈঠকে কলকাতার মা উড়ালপুল দিয়ে সন্ধ্যের পর বাইক চলাচল বন্ধ থাকাযর বিষয়টি তোলেন মুখ্যমন্ত্রী। বৈঠকে এক্ষেত্রে পুলিশি সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় খোদ পুলিশমন্ত্রীকেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ক্ষোভ প্রকাশের পরেই মা উড়ালপুল দিয়ে ২৪ ঘন্টা বাইক চলাচলে ছাড়পত্র দিয়ে দিয়েছে পুলিশ।

তবে ছাড়পত্র মিললেও মা উড়ালপুল দিয়ে যাতায়াতে বাইক আরোহীদের মানতে হবে বেশ কিছু নিয়ম। সেই নিয়ম ভাঙলেই মোটা অঙ্কের জরিমানা হবে। এক্ষেত্রে প্রধান যে শর্ত তা হল বাইকের গতি নিয়ন্ত্রণে রাখা। এছাড়াও বাইক নিয়ে যাতায়াত করতে হলে প্রয়োজনীয় বৈধ কাগজপত্র থাকতে হবে।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *