ENTERTAINMENTNewsRecent News

২৫ বছর পর মুক্তি পাচ্ছে হৃতিকের প্রথম সিনেমা

মানুষের মতামত:ভারতীয় সিনেমার অন্যতম প্রতিভাবান এবং আকর্ষণীয় অভিনেতা মনে করা হয় হৃতিক রোশনকে। অনেকে তাকে বলিউডের গ্রিক দেবতা বলেও অভিহিত করেন। আগামী ১৪ জানুয়ারি অভিনয় জীবনের ২৫ বছর পূর্ণ করবেন তিনি। ২০০০ সালের ১৪ জানুয়ারি মুক্তি পায় তার প্রথম সিনেমা ‘কাহো না পেয়ার হ্যায়’। ছবিটি ছিল অত্যন্ত সফল। যা তাকে রাতারাতি তারকা বানিয়ে দেয়।
ছবির ২৫ বছর পূর্তি উপলক্ষে এটি আবারও সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে। হৃতিক এবং তার বাবা প্রযোজক-পরিচালক রাকেশ রোশন নতুন করে সিনেমাটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
বলিউড হাঙ্গামা সূত্রে জানা গেছে, ‘কাহো না পেয়ার হ্যায়’ সিনেমাটি ১০ জানুয়ারি আবারও মুক্তি পাবে। ছবিটি নতুন করে মুক্তি দিতে ১০ জানুয়ারি তারিখটি খুবই উপযুক্ত। কারণ এটি হৃতিক রোশনের জন্মদিন। এদিনে অভিনেতা ৫১ বছরে পা রাখবেন।
সবকিছু মিলিয়ে জানুয়ারি মাসটি হৃতিক রোশানের পরিবারের জন্য একটি আনন্দময় মাস হতে চলেছে। প্রথমত ১০ জানুয়ারি হৃতিকের জন্মদিন পালিত হবে। একইদিনে মুক্তি পাবে তার ক্যারিয়ারের প্রথম সিনেমা। ১৪ জানুয়ারি হবে সেই সিনেমা মুক্তির ২৫ বছর পূর্তি। আবার তাদের পরিবার নিয়ে বহু প্রতীক্ষিত ডকুমেন্টারি ‘দ্য রোশানস’ ১৭ জানুয়ারি নেটফ্লিক্সে প্রিমিয়ার হবে। এসব দেখে অনেকে মজা করে জানুয়ারিকে ‘রোশন মাস’ বলে ডাকছেন।
জানা গেছে, নতুন মুক্তির আগে সিনেমার প্রিন্ট রি-মাস্টার করা হয়েছে। যার ফলে ছবিটি দেখতে আগের চেয়ে আরও রঙিন ও পরিস্কার হবে।
রাকেশ রোশন সম্প্রতি তার আরেকটি কাল্ট ফিল্ম ‘করন অর্জুন’ (১৯৯৫) পুনরায় মুক্তি দিয়েছিলেন। সেটি দারুণ সাড়া পেয়েছে দেখে তিনি অভিভূত। পাশাপাশি তিনি অন্যান্য ছবিগুলো নতুন করে মুক্তি দেয়ার প্রেরণা পেয়েছেন।
সূত্রটি আরও জানায়, হৃতিকের বিশাল ফ্যানবেস রয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে অনেকে এই অভিনেতাকে আইডল মনে করেন। তাদের অনেকেই ‘কাহো না পেয়ার হ্যায়’ মুক্তির সময় শিশু ছিলেন অথবা জন্মই নেননি। তাদের জন্য সিনেমাটি হলে গিয়ে দেখাটা এক সোনালী সুযোগ।
বলিউড হাঙ্গামা আরও জানায়, ২৭ ডিসেম্বর ছবিটির মুক্তির প্রচারে একটি ট্রেলার প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘কাহো না পেয়ার হ্যায়’ জানুয়ারির প্রথম সপ্তাহে ডিজিটালেও মুক্তি পাবে।
‘কাহো না পেয়ার হ্যায়’ সিনেমাটিতে হৃতিক রোশনের সঙ্গে আমিশা প্যাটেল অভিনয় করেছিলেন। সেটি তারও প্রথম সিনেমা ছিল। এতে আরও অভিনয় করেছেন অনুপম খের, সতীশ শাহ, ফরিদা জলাল, দালিপ তাহিল, মোহনিশ বেহল, আকাশীষ বিদ্যার্থী, তানাজ ইরানিসহ আরও অনেকে।
সিনেমাটি এক তরুণ অনাথ গায়ক ও এক ধনী মেয়ের প্রেমের কাহিনি তুলে ধরে। ওই তরুণ গায়ক খুন হয়ে যায় এবং মেয়েটি নিউ জিল্যান্ডে তার অবিকল এক ধরনের পুরুষের দেখা পায়। তারপর দুজনে সেই গায়কের খুনিকে খুঁজে বের করে।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *