কল্যাণী সাইবার থানার বড় সাফল্য,১৩ জন প্রতারককে গ্রেফতার
স্নেহাশীষ মুখার্জি,মানুষের মতামত:বিগত বেশ কয়েকদিন আগে কল্যাণীর এক নাগরিক কল্যাণী সাইবার থানায় এক অভিযোগ জানান,তিনি এক বড়সড় প্রতারণার শিকার হয়েছে। প্রায় ১ কোটি টাকা হাতিয়ে নিয়েছে ভিন রাজ্যের পুলিশের নাম করে। অভিযোগ পেয়ে তড়িঘড়ি তদন্তে নামে কল্যাণীতে সাইবার থানার পুলিশ। তদন্তে সাইবার থানার হাতে উঠে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। কল্যাণীর ওই নাগরিককে মহারাষ্ট্র পুলিশের নাম করে ধাপে ধাপে এক কোটি টাকা হাতিয়ে নেয়। এবং সেই টাকা বিভিন্ন একাউন্টে সরিয়ে ফেলে সাইবার প্রতারকরা।এক অভিযুক্ত এ রাজ্যের হলেও মূল জাল ছড়িয়েছিল ভিন রাজ্যে। একের পর এক অভিযুক্তকে আটক করতে থাকে কল্যাণী সাইবার থানার পুলিশ।
সর্বশেষ ১৩ জন কে আটক করে কল্যাণী মহাকুমা আদালতে তাদের তোলা হয় এবং পুলিশি হেফাজতের আবেদন জানায় সাইবার থানার পুলিশ।আবেদন মঞ্জুর করেন বিচারক। ১৩ জনকে আট দিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়।
পুলিশ সূত্রে দাবি ভারতবর্ষে সাইবার ক্রাইমে এত বড় সাফল্য আর কোন রাজ্য পুলিশ পাইনি। তাদের দাবি ভারতবর্ষের সবথেকে বড় গ্রেফতার কোথাও হয়নি। পুলিশ জানাই এর মধ্যে প্রায় ১০০ অ্যাকাউন্ট রয়েছে,তার মধ্যে অনেক ব্যাংক একাউন্ট কে বন্ধ করে দেওয়া হয়। টাকাগুলো নেওয়ার পর বিভিন্ন একাউন্টে ভাগ হয়ে হয়ে চলে গেছে।