বাড়িতে ঢুকে সোনার হার ছিনতাই করে পালালো দুষ্কৃতি
আজ সকালে শিলিগুড়ির লেকটাউনে এক বয়স্ক মহিলার গলা থেকে সোনার হার ছিনতাই করে পালালো দুজন দুষ্কৃতী। জানা গেছে সকালে শিলিগুড়ির লেকটাউনের বেলা রানী দে সকালবেলা বাথরুমে গিয়েছিলেন স্নান করতে, তার ছেলে এবং ছেলের বউ দুজনেই চাকরি করেন দুজনের কেউ বাড়িতে ছিলেন না। তাদের একমাত্র নাতি স্কুলে, সেই সুযোগে দুজন যুবক বাড়িতে ঢুকে। জল খেতে চায়, বেলা দেবী জল আনতে গেলে তারা ভিতরে ঢুকে পড়ে। বেলা দেবী বুঝতে পারেননি, ভেবেছিলেন জল খেয়ে চলে গেছে তারা। তিনি কি আর কিছু না ভেবে বাথরুমে স্নানে ঢুকবার জন্য তৈরি হন। সেই সময় অতর্কিতে দুই যুবক বাড়ির ভিতরে ঢুকে সরাসরি বেলা দেবীর এর কাছে পৌঁছে যায়,। এবং ভয় দেখিয়ে তার গলা থেকে সোনার হার খুলে নেয়। বেলা দেবী চিৎকার করেন, তার চিৎকার শুনে দৌড়ে ছুটে আসার আগেই চম্পট দেয় ওই দুই যুবক। পুলিশে খবর দেওয়া হলে পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে