NewsPoliticsRecent News

সরকারি চাকরি দেওয়ার প্রলোভনে ২২ লক্ষ টাকা প্রতারণা,মাটিগাড়াতে গ্রেফতার এসএসবি জাওয়ান

কুশল দাশগুপ্ত,মানুষের মতামত:২২ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ নিয়ে গ্রেপ্তার হলেন মাটিগাড়ার এক এসএসবি জওয়ান। নাম বিনোদ রায় ( পরিবর্তিত) তিনি চাকরি দেওয়ার নাম করে, লোকের কাছ থেকে টাকা নিয়েছেন বলে গুরুতর অভিযোগ তার বিরুদ্ধে। স্থানীয় অনেক মানুষজনের অভিযোগ,তিনি বহু গার্ডিয়ানদের কাছে অবৈধভাবে অর্থ সংগ্রহ করে বিনিময়ে তাদের ছেলে-মেয়েদের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেন। বহুদিন ধরে তার বিরুদ্ধে মাটিগাড়া থানায় অভিযোগ আসছিল। এসএসবি জাওয়ান হওয়ার কারণে পুলিশ-প্রশাসনও একটু খতিয়ে বিবেচনা করছিল। অবশেষে তাকে জিজ্ঞাসাবাদ করে আটক করে মাটিগাড়া থানার পুলিশ। জেরায় সে জানিয়েছে সে নির্দোষ।তাকে অযথা হেনস্থা করা হচ্ছে।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *