NewsPublic Interest News

২৫শে ডিসেম্বর আচ্ছন্ন দার্জিলিং বরফে খুশি পর্যটকেরা

কুশল দাশগুপ্ত,মানুষের মতামত:আজ ২৫শে ডিসেম্বর বড়দিন, শৈল শহরে পর্যটকদের মধ্যে খুশির আমেজ।সকাল থেকে দার্জিলিং এর টাইগার হিল এবং ম্যাল লোক উপচে পড়ছে। মানুষ সকাল থেকেই ঘুম দেখতে বেরিয়ে গেছেন। গতকাল রাত থেকে তাপমাত্রা অনেকটাই নিচে নেমে গেছে সৈল শহরে। মানুষ ভিড় করছেন সূর্যোদয় দেখতে। তাপমাত্রা দার্জিলিঙে নেমে দাঁড়িয়েছে আনুমানিক তিন ডিগ্রির কাছাকাছি।

গতবারের থেকে এবারে প্রায় তিনগুণ বেশি মানুষ ভিড় করছেন পাহাড়ে। সকাল থেকেই মানুষের ভিড় উঠে পড়ে গেছে গোটা পাহাড় অঞ্চলে। অনেকটাই ভিড় বেড়েছে এবার দার্জিলিং এর হোটেল গুলোতে।শহর এবার ভিড়ে প্রচণ্ড জমজমাট হয়ে পড়েছে। গোটা দার্জিলিং এ এখন শীতের পরিবেশ।আবহাওয়া দপ্তরের পূর্বাভাস পহেলা জানুয়ারির আগে দার্জিলিং এর তাপমাত্রা অনেকটাই নেমে যাবে।বুকিং এতটাই হয়েছে যে আগামী একমাস ভিড় থাকবে কতখানি এটা নিয়ে চিন্তায় পর্যটক মহল। তবে এবারের পর্যটকদের ভীড় রেকর্ড ভেঙে দেবে এই আশায় করছেন পর্যটকেরা।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *