পরিযায়ী পাখিদের আগমন কমেছে গরুমারাতে,চিন্তায় ওয়াকিবহল মহল
কুশল দাশগুপ্ত,মানুষের মতামত:প্রতি বছর গরুমারাতে আসত প্রায় ১০ থেকে ১২ ধরনের বিদেশি পাখি।সাধারণত তাদের আসার সময় নভেম্বর থেকে ডিসেম্বর। কিন্তু এবারে সবাইকে অবাক করে দিয়ে একেবারেই আসা বন্ধ করলো এই পরিযায়ী পাখিগুলি। তারা কোথা থেকে আসতো , জানতে না পারা গেলেও মনে করা হচ্ছে সুইডেন এবং অস্ট্রেলিয়া থেকেই বেশিরভাগ পাখি এসে পৌঁছাতো ভারতের বিভিন্ন রাজ্যে। এশিয়া মহাদেশ তাদের কাছে প্রচন্ড প্রিয় বলেই পাখি বিশেষজ্ঞ মহলের মত।প্রতিবছরই পরিযায়ী পাখি এসে ভিড় করে এশিয়া মহাদেশের বিভিন্ন দেশে তারা ছড়িয়ে যায়। এবারও তার ব্যতিক্রম হয়নি তবে এবার সংখ্যায় অনেকটাই কম এসেছে বলে পর্যবেক্ষক মহলের মত।এবছর কেন এমন হলো তা এখনও বিশেষজ্ঞ মহলে সঠিক ভাবে উপলব্ধি করা যায়নি, তবে অন্যান্য দেশে ছড়িয়ে যেতে পারে বলেও অনুমান করছেন অনেকেই। কারণটা বোঝা যাবে আগামী বছর, জানালেন এক পাখি বিশেষজ্ঞ