ENTERTAINMENT

লঙ্কা রাজ লঙ্কা খেয়ে কাটান দিনরাত

বিশ্ব বন্দ্যোপাধ্যায়,মানুষের মতামত: অনেকে অনেক রকম স্বাদ পেয়েছেন? তবে লঙ্কার স্বাদ সেটা সবাই জানেন ঝাল!এই ঝাল লঙ্কা কেউ ভাত খাওয়ার মতো চিবিয়ে খেয়েছেন? আবার সেই লঙ্কা চোখে মুখে ঘষছেন এমন ঘটনা বাস্তবে করে দেখিয়েছেন। এই ঘটনা অবাক অবাস্তব মনে হলেও সত্যি ঘটনা।নদীয়ার এক যুবক চিবিয়ে খাচ্ছেন লঙ্কা,স্বাচ্ছন্দে মাখছেন মুখেও। অবাক কান্ড! মুঠো মুঠো লঙ্কা চিবিয়ে অনায়াসে খেয়ে ফেলছেন নদীয়ার এই ব্যক্তি ।শুধু তাই নয় মুখে ফেসপ্যাক-এর মত লঙ্কা ডলে ডলে সারা মুখ মেখে নিচ্ছেন নিমিষেই ।এই লঙ্কা চোখেমুখে ডলে দিলেই নাকি তার চোখের জ্যোতি বাড়ে, এমনটাই দাবি করলেন মানুষের মতামত’র প্রতিনিধির কাছে। এই ব্যক্তি কিন্তু কোন জাদুকর নন রানাঘাট দু নম্বর ব্লকের আইসমালি বেলেরহাটি পাড়ার বাসিন্দা শেখর সিকদার । ছোটবেলায় তিনি জন্মানোর পর আর পাঁচটা বাচ্চাদের মতো স্বাভাবিক ভাবেই বড় হন। তবে তার জন্মানোর বছর দুয়েক যেতে না যেতেই তার মধ্যে যে এক বিশেষ ক্ষমতা রয়েছে তা জানতে পারেন তার পরিবার। তিন বছর বয়স থেকেই মুঠো মুঠো কাঁচা লঙ্কা অনায়াসে চিবিয়ে খেয়ে ফেলতেন। শুধু তাই নয় মুখে বাটা কাঁচালঙ্কা ফেসপ্যাক-এর মত দিলে নাকি তার চোখের জ্যোতি বাড়ে।আর্থিক অবস্থা খুব বেশি ভালো নয়,সামান্য যা রোজগার করে তাতে কোনরকমে সংসার চলে যায় তার। বাড়িতে বৃদ্ধ মা জানান তিন বছর বয়স থেকেই শেখর এভাবেই অনায়াসে মুঠো মুঠো ঝাল কাঁচালঙ্কা খেয়ে আসছেন। প্রথমদিকে খানিক ভয় পেয়ে গেলেও পরবর্তীকালে তারা বোঝেন তার মধ্যে সাধারণ মানুষের মতো লঙ্কা খেলে তার ঝাল অনুভূতি হয় না। বাড়ির পাশেই রয়েছে এক পাগল বাবার মন্দির,সেই দেবতার আশীর্বাদেই নাকি তার ছেলে এমন ঐশ্বরিক ক্ষমতা পেয়েছেন।শেখর বাবুর দাবি সাধারণ মানুষ যে সমস্ত খাবার খান তারচেয়ে বরং কাঁচা লংকাই তার অত্যন্ত প্রিয়। তিন বেলা ভাত না খেয়ে প্রায় এক দিনেই দেড় কেজি কাঁচা লঙ্কায় তিনি অনায়াসেই খেয়ে ক্ষুধা নিবারণ করে থাকতে পারেন।

পাড়া-প্রতিবেশীরা এই অস্বাভাবিক ক্ষমতা দেখে অভিভূত। তবে ঐশ্বরিক ক্ষমতা নাকি এর চিকিৎসা বিজ্ঞানে রয়েছে কোন ব্যাখ্যা বর্তমানে তা জানা নেই আমাদের। তবে আপাতত কাঁচা লঙ্কা খেয়েই বর্তমানে ভাইরাল নদীয়ার শেখর শিকদার। তিনি যে নদীয়ার লঙ্কারাজ এ বলার অপেক্ষা রাখে না। তার এমন ঘটনা যেমন ভাইরাল হয়েছে তেমনি কি ভাবে তিনি এমন কান্ড করেন তাই নিয়ে বিস্ময়ের শেষ নেই। শেখর শিকদার বলেন তাকে যত বেশি ঝাল লঙ্কা দেওয়া যাবে তাতে তিনি খুশি ঝাল লঙ্কা খেতে তার মাংস,মাছের স্বাদের থেকে ভালো লাগে। তাকে ভাত, মাংস না দিয়ে ভালো ঝাল লঙ্কা দিলে তিনি তৃপ্তি সহকারে খেতে পারেন। তবে সবার কাছে তিনি আজ লঙ্কা রাজ বলেই পরিচিত।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *