News

মুখ্যমন্ত্রীর নির্দেশ উপেক্ষা করে ঘুর পথে আলু পাচারের অভিযোগ,সাসপেন্ড পুলিশ আধিকারিক

নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:ভিন রাজ্যে আলু রপ্তানিতে কড়া নিষেধাজ্ঞা জারি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা সত্ত্বেও দীর্ঘদিন ধরে উঠছে আলু পাচারের অভিযোগ। এবারে তা ধরা পড়ল হাতে নাতে। যাকে কেন্দ্র করে তৈরি হয়েছে চাঞ্চল্য। ঘটনায় বীরভূম জেলা প্রশাসনের দিকে আঙ্গুল তুলছে একাংশ।

সাধারণ মানুষ ও প্রশাসনের চোখ এড়িয়ে ঘুর পথে চলছিল আলু পাচার। গোঘাট, আরামবাগ, চন্দ্রকোনা সহ বিভিন্ন পয়েন্ট থেকে লোড হয় আলুর গাড়ি,গন্তব্যস্থল মালদা মুর্শিদাবাদ সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। তবে নাটকীয়ভাবে বীরভূমের রূট ধরে গাড়িগুলো চলে যায় একদম ভিন রাজ্যে।মূলত, বীরভূমের মুরারই এলাকার অন্তর্গত দুলান্দি বর্ডারে এসে গাড়িগুলোর গন্তব্যের পরিবর্তন হয়। বীরভূমের মুরারই পুলিশ থানার অন্তর্গত দুলান্দি বর্ডার দিয়ে গাড়িগুলো প্রথমে ঝাড়খণ্ড এরপর পাকুর হয়ে চলে যায় উড়িষ্যায়। মুরারই পুলিশ প্রশাসনের উদাসীনতায় ট্রাক ভর্তি আলুর গাড়ি ভিন রাজ্য পাচার হচ্ছে বলে দীর্ঘদিনের অভিযোগ।এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দু’জনকে। এছাড়াও মুরারই থানার ওসিকে সাসপেন্ড করা হয়েছে বলে সূত্রের খবর।

আলুর দাম নিয়ন্ত্রণ তথা পশ্চিমবঙ্গবাসীর যাতে পর্যাপ্ত পরিমাণে আলু পায় তার জন্যেই ভিন রাজ্যে আলু রপ্তানির পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করেন রাজ্যের মুখ্যমন্ত্রী! কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নাও সাম্প্রতিক আলুর এই কালোবাজারি ও অসাধু ব্যবসায়ীদের উপর নজর রাখতে তিনি বিভিন্ন জেলায় সারপ্রাইজ ভিজিটও করেন!

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *