Defense News

বর্তমান পরিস্থিতিতে অনুপ্রবেশ ঠেকানো বড় চ্যালেঞ্জ মোদী প্রশাসনের

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:বাংলাদেশ-সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরামের মত রাজ্যে প্রশাসনকেও পরিস্থিতি নিয়ে লাল সতর্কতা জারি করল কেন্দ্রীয় সরকার । বাংলাদেশের অস্থিরতা, হিন্দু সংহার ও বিদ্বেষ, অন্য সংখ্যালঘু এমন কি উদারপন্থী দেশের স্বাধীনতা-মুক্তিযুদ্ধ ধারার মুসলিমদের ওপর অব্যাহত আক্রমণে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তও উত্তপ্ত। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আই বি ও বি এস এফকে কঠোর নজরদারির পরামর্শ দিয়েছে।
বাংলাদেশ-সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরামের মত রাজ্যে প্রশাসনকেও পরিস্থিতি নিয়ে লাল সতর্কতা জারি করেছে। এর পাশে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আই বি ও বি এস এফকে কঠোর নজরদারি চালাতে পরামর্শ দিয়েছে। এরপরই সীমান্ত সংলগ্ন রাজ্যগুলিতে বি এস এফ অতি তৎপর। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের একাধিক জেলায় বি এস এফ গ্রামে গ্রামে প্রচার ও জনসংযোগে নেমেছে। অনুপ্রবেশ রুখতে গ্রামের মানুষের সাহায্য চেয়ে সভাও করে চলেছেন।
৫ আগষ্ট শেখ হাসিনা সরকারের পতন ও তদারকি সরকারের উত্থানের পর অসমে ১৬৭ জন অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারিকে গ্রেপ্তারের পর তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। পশ্চিমবঙ্গেও ২০০র বেশি অনুপ্রবেশকারি গ্রেপ্তার ও তাদের বাংলাদেশে ফেরানোর কাজ চলছে।
ত্রিপুরা প্রশাসনও রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশের ঘটনায় উদ্বিগ্ন। মেঘালয়েও গ্রেফতারির খবর পাওয়া গেছে। সব মিলিয়ে প্রবল চাপে বি এস এফ ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আই বি।
বাংলাদেশে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে বিদেশ দপ্তর। বিদেশ সচিবের বাংলাদেশ সফরে ভারত সরকারের বার্তা দেওয়া হয়েছে। পরিস্থিতির সব সময় পর্যালোচনা চালাচ্ছে বিদেশ দপ্তর, স্বরাষ্ট্র দপ্তর ও প্রধানমন্ত্রীর দপ্তর। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালও প্রতি মুহুর্ত্যে বাংলাদেশ পরিস্থিতির ওপর নজর রাখার পাশে প্রধানমন্ত্রীর দপ্তরকে ফিডব্যাক দেওয়া হচ্ছে। আপাততঃ বি এস এফকে অনুপ্রবেশ ঠেকাতে সক্রিয় হওয়ার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *